এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩-HSC Routine PDF 2023

4.3/5 - (41 votes)

এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৩ ( HSC Exam Routine 2023 ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে প্রকাশিত হয়েছে। নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ১৭ আগস্ট ২০২৩ ইং তারিখ হতে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। আগের মতই দিতে হবে ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নেয়া হবে পরীক্ষা ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৩০ টি mcq এর উত্তর দিতে হবে। পরীক্ষা নেয়া হবে ০৩ ঘন্টা ।

শিক্ষাবোর্ড কর্তৃক বলা হয়েছে সকল শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। আমরা এই লেখাটিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে থাকি। অন্যান্য বছরের মতো এবারও প্রতিটি বোর্ডের জন্য প্রশ্নপত্র ভিন্ন হবে। এইচএসসি পরীক্ষার রুটিন সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রেখে দিন।

এইচএসসি পরীক্ষার সময়সূচি ২০২৩

গুগোল নিউজে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন এবং স্টার বাটনে টিক মার্ক দিয়ে রাখুন।

আপনি কি এইচএসসি পরীক্ষার নতুন রুটিন খুঁজছেন? যদি বুঝে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্যই আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। আপনি সবার আগে এইচএসসি পরীক্ষার রুটিনটি পেতে স্বাধীন জবস ডটকম এর সাথেই থাকুন। এইচএসসি পরীক্ষার সময়সূচি শিক্ষা বোর্ড হতে প্রকাশ হওয়া মাত্রই আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি।

আমরা আমাদের ওয়েবসাইটে সকল পরীক্ষার রুটিন সহ পরীক্ষার রেজাল্ট এবং সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি। এইচএসসি পরীক্ষার সময়সূচির পিডিএফ ফাইল সহ ইমেজ আকারে আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। আপনি চাইলে এই লেখাটি থেকে এইচএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারবেন। এইচএসসি পরীক্ষার রুটিন সম্পর্কে নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন।

আরও দেখতে পারেন

HSC Exam Routine 2023

বিষয় ও সময়
সকাল ১১: ০০ হতে বেলা ১: ০০ টা পর্যন্ত
বিষয় কোডতারিখ ও বার
বাংলা ১ম পত্র১০১১৭/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
বাংলা ২য় পত্র১০২২০/০৮/২০২৩ (রবিবার)
ইংরেজি ১ম পত্র১০৭২২/০৮/২০২৩ (মঙ্গলবার)
ইংরেজি ২য় পত্র১০৮২৪/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি১৭৫২৭/০৮/২০২৩ (রবিবার)
পদার্থবিজ্ঞান ১ম পত্র১৭৪২৯/০৮/২০২৩ (মঙ্গলবার)
হিসাববিজ্ঞান ১ম পত্র২৫৩২৯/০৮/২০২৩ (মঙ্গলবার)
যুক্তিবিদ্যা ১ম পত্র১১২২৯/০৮/২০২৩ (মঙ্গলবার)
পদার্থবিজ্ঞান ২য় পত্র১৭৫৩১/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
হিসাববিজ্ঞান ২য় পত্র২৫৪৩১/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
যুক্তিবিদ্যা ২য় পত্র১২২৩১/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
ভূগোল ১ম পত্র১২৫০৩/০৯/২০২৩ (রবিবার)
ভূগোল ২য় পত্র১২৬০৪/০৯/২০২৩ (সোমবার)
রসায়ন ১ম পত্র১৭৬০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র২৬৭০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
ইতিহাস ১ম পত্র৩০৪০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র২৮৬০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
রসায়ন ২ম পত্র১৭৭০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২ম পত্র২৬৮০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ইতিহাস ২ম পত্র৩০৫০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২ম পত্র২৮৭০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
অর্থনীতি ১ম পত্র১০৯১০/০৯/২০২৩ (রবিবার)
অর্থনীতি ২য় পত্র ১১০১১/০৯/২০২৩ (সোমবার)
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র২৬৯১২/০৯/২০২৩ (মঙ্গলবার)
জীববিজ্ঞান ১ম পত্র১৭৮০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র২৭৭০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র২৭০১৪/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
জীববিজ্ঞান দ্বিতীয় পত্র১৭৯১৪/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র২৭৮১৪/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
মনোবিজ্ঞান প্রথম পত্র১২৩১৭/০৯/২০২৩ (রবিবার)
কৃষিশিক্ষা প্রথম পত্র২৩৯১৭/০৯/২০২৩ (রবিবার)
মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র১২৪১৮/০৯/২০২৩ (সোমবার)
কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র২৪০১৮/০৯/২০২৩ (সোমবার)
উচ্চতর গণিত প্রথম পত্র২৬৫১৯/০৯/২০২৩ (মঙ্গলবার)
ইসলাম শিক্ষা প্রথম পত্র২৪৯১৯/০৯/২০২৩ (মঙ্গলবার)
উচ্চতর গণিত দ্বিতীয় পত্র২৬৬
ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র২৫০

HSC পরীক্ষার রুটিন ২০২৩

এইচএসসি পরীক্ষার রুটিন ঢাকা, রাজশাহী, যশোর ,কুমিল্লা ,চট্টগ্রাম, বরিশাল ,সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড

এইচ এস সি পরীক্ষার নতুন সংশোধনী রুটিন ২০২৩

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ 1
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ 01 1
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ 02 1

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৩

বিশেষ দ্রষ্টব্য : ১০/০৯/২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অংকন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখে সকাল ৯:০০ তাই মূল কেন্দ্র হতে প্রশ্ন পত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রাইং সিটে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড শিরোনামঃ পত্রে এবং যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে।

বিশেষ নির্দেশনাবলি

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। প্রথমে বহুনির্বাচনি ওপরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩। বহুনির্বাচনী (mcq) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল (cq) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩০ মিনিট।

পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে। বহুনির্বাচনি এবং সৃজনশীল উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরোধী থাকবে না।

৪। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান নিকট হতে সংগ্রহ করবে।

৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।

৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশ পৃথক ভাবে পাশ করতে হবে।

৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোন অবস্থাতেই অন্য বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯। পুনঃ পরীক্ষার্থী পরীক্ষা নিউজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩

আমরা এই পেজটিতে সকল বোর্ডের hsc পরীক্ষার রুটিন প্রকাশ করে থাকি। এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ ঢাকা বোর্ড , ময়মনসিংহ বোর্ড , সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড , চট্টগ্রাম বোর্ড , যশোর বোর্ড , দিনাজপুর বোর্ড , বরিশাল বোর্ড , সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড টেকনিক্যাল শিক্ষা বোর্ড সহ সকল বোর্ডের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে থাকি। এইচএসসি পরীক্ষা সম্পর্কে আরো নতুন নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap